ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বেইজিংয়ে পৌঁছেছেন। ২০১৯ সালের পর চীনে ম্যাক্রনের এটা প্রথম সফর।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের আগে বেইজিংয়ে পৌঁছেছেন ম্যাক্রন। সেখানে তারা তিনদিন অবস্থান করবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সম্প্রতি বলেছেন, রাশিয়ার সঙ্গে যেহেতু চীনের শক্তিশালী সম্পর্ক রয়েছে। সে কারণে তারা ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ভূমিকা রাখতে পারে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রক্ষা এবং সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখতে চান। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফ্রান্সের স্বার্থ সুরক্ষিত থাকুক এটাই তার চাওয়া।