জয়পুরহাটে ডিজে পার্টি রোধে ট্রাফিক পুলিশের অভিযান

0

ঈদ উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ডিজে পার্টির আদলে ট্রাকে করে গান বাজিয়ে ছুটে চলা বন্ধে অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ। ঈদের পরের দিন শুক্রবার রাতে এ অভিযান চালিয়ে ২টি পিক-আপের ড্রাইভারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক আশরাফুল আলম জানান, ট্রাফিক আইন না মানায় জেলায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঈদের সময় ডিজে পার্টির আদলে পিক-আপে করে গান বাজিয়ে ছুটে চলা রোধে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযানে নামে। এসময় ২টি পিকআপকের ড্রাইভারকে মামলা দায়েরসহ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here