নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

0

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় মাথা ফেটে আহতের তিন দিন পর বুধবার সন্ধ্যায় জাকির হোসেন খসরু (৭৬) নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছেন। গত ৭ এপ্রিল নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, গালমন্দ করে ওই দুর্বৃত্ত খসরুকে ধাক্কা দেয়। এতে খসরু কংক্রিটের রাস্তায় পড়ে যান এবং তার মাথা ফেটে মগজ বের হয়। খবর পেয়ে পুলিশ এসে খসরুকে গুরুতর অবস্থায় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করেছিল। কিন্তু অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি খসরুর। রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।

এদিকে, দিনদুপুরে খসরুকে হত্যার ঘটনায় কমিউনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে। এ প্রসঙ্গে খ্যাতনামা অ্যাটর্নি ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী এ সংবাদদাতার কাছে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দুর্বৃত্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একইসাথে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানাবেন বলেও উল্লেখ করেন অ্যাটর্নি মঈন চৌধুরী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here