নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান শেখকে (৩২) ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হাসান কুচিয়াবাড়ীয়া গ্রামের রুস্তম শেখের ছেলে।
পুলিশ জানায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় থেকে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের মঙ্গলবার রাতে কুচিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।