মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাক্সওয়েল চার বলে শূন্য রানে আউট হয়েছেন। এবারের আইপিএলে ৬ ইনিংসের মধ্যে তৃতীয়বার শূন্য রানে আউট হলেন তিনি।
আর তাতে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান। আইপিএল ক্যারিয়ারের ১৭তম শূন্যতে আউট হলেন ম্যাক্সওয়েল।