বিগত বছরে ঈদ উৎসব মানেই বলিউড ভাইজান সালমান খানের ছবি। কিন্তু এবার সেটা হয়নি। তবে আসছে বছরের ঈদুল ফিতরকে সামনে রেখে সুখবর দিয়েছেন সালমান। আজ ঈদের দিন তিনি ঘোষণা করলেন তার নতুন ছবির নাম।
‘গজনি’ সিনেমা খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। বৃহস্পতিবার ঈদের দিন এই ছবির নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকান্দার’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি।