চ্যাটজিপিটির মতো কৃৃত্রিম বুদ্ধিমত্তার দৌরাত্ম্যে নাকি অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া শিঁকেয় ওঠার দশা। অনেক কোম্পানির কর্মীর বিরুদ্ধেও আছে নিজের কাজ এসব কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে করিয়ে নেওয়ার অভিযোগ।
এবার চ্যাটজিপিদের থেকে চুরি করা লেখা সনাক্তে এক বিশেষ সফটওয়্যার নিয়ে হাজির হয়েছে একটি মার্কিন কোম্পানি। টারনিটিন নামের কোম্পানির তৈরি করা সফটওয়্যার নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা টেক্স সনাক্ত করতে ৯৮ শতাংশ পর্যন্ত কার্যকর।
কোম্পানির প্রধান প্রোডাক্ট অফিসার আন্নি চেচিটেল্লি বলেছেন, ‘টারনিটিনের প্রযুক্তি অধিক নির্ভুল।… শিক্ষার্থীদের এআই প্রসূত লেখা সনাক্তে এটা বেশ ইতিবাচক।’
তার দাবি এটি এক শতাংশেরও কম সময় ভুল করে থাকে। ৯৮ শতাংশ ক্ষেত্রেই এটি ইতিবাচক ও সঠিক ফলাফল দেয়।
সূত্র: এনডিটিভি