ছেলেদের হত্যা যুদ্ধবিরতিতে প্রভাব ফেলবে না : হামাস প্রধান

0

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে নিহত হয়েছেন। হামলায় নাতি-নাতনিসহ কয়েক ডজন আত্মীয়কেও হারিয়েছেন হামাস প্রধান। তার নিহত তিন সন্তানের নাম- হাজেম, আমির ও মোহাম্মদ। তবে ছেলেদের হত্যার বিষয়টি যুদ্ধবিরতিতে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন হামাস প্রধান।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়া আরও বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এমন হামলা চালিয়েছে ইসরায়েল। যদি তারা মনে করে এই হামলার পর হামাসের অবস্থান বদলে যাবে, তাহলে সেটি তাদের অলীক কল্পনা।

কাতার থেকে হানিয়া বলেন, আল্লাহ আমার তিন সন্তান ও কয়েকজন নাতি-নাতনির শহীদ হাওয়ার যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ছেলেদের শহীদের সম্মান দেওয়া হয়েছে। তারা গাজায় আমাদের ফিলিস্তিনি জনগণের সঙ্গেই রয়ে গেছে। তারা চলে যায়নি এবং পালিয়েও যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here