কুয়াকাটা সৈকতে হাজারো মানুষের মিলনমেলা

0

ঈদের দিনে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে হাজারো মানুষের বসেছে মিলনমেলা। বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বেড়ে যায়। 

কেউ সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছে। কেউ কেউ বেঞ্চিতে বসে উপভোগ করছে সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় ঢেউ। কেউবা আবার ঘোড়া কিংবা মোটরসাইকেলে চড়ে ঘুরে দেখছে বিভিন্ন দর্শনীয় স্পট। এছাড়া অনেককেই মোবাইলে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। এরা বেশির ভাগই স্থানীয় ও ঈদের লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ। আগত নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে। শুক্রবার থেকে দেশি বিদেশি আরো বেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটি ছাড়াও দিনগুলোতে পর্যটকের আগমন বেশি হচ্ছে। ঈদের দিনে অসংখ্য স্থানীয় পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে সৈকত। তবে এবার ঈদের এই লম্বা ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটবে এটাই জানিয়েছেন তিনি।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের টহল টিম মাঠে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা তৎপর রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here