বাম পায়ের গোড়ালির ব্যথার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা হচ্ছে না শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। আইপিএলের পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার মাঠে নামার কথা ছিল।
হায়দরাবাদ হাসারাঙ্গার বদলি হিসেবে দলে নিয়েছে শ্রীলঙ্কার আরেক লেগ স্পিনার বিজয়কান্ত ভিয়াসকান্তকে। ২২ বছর বয়সী এই স্পিনার পারিশ্রমিক হিসেবে পাবেন ৫০ লাখ রূপি।
উল্লেখ্য, প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আইপিএল শুরুর পর এক সপ্তাহ মতো হাসরাঙ্গাকে পাওয়া যাবে না। তবে নতুন আপডেট তার চোট বেশ গুরুতর। যে কারণে ২০২৪ আইপিএলেই খেলা হবে না। এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এই বিষয়ে অবহিত করেছে ভারত ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তাকে নিয়ে বাড়তি সতর্ক শ্রীলঙ্কা।