ইতালিতে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন এক ইসলামী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ূন রশীদ রাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ তৌহিদ কাদের, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সিনিয়র সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপন, উপদেষ্টা মজির উদ্দিন, মাশুক আলী, সহ সভাপতি মইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিজয় কর, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাকিল খান গেন্দু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জামিলুর আরিফ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
এতে বাদ আসর অনুষ্ঠিত ইসলামী আলোচনা সভায় বক্তারা ইসলামের পাঁচ স্তম্ভের তৃতীয় স্তম্ভ রোজা নিয়ে আলোচনা করেন।