ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপিত

0

ফ্রান্সে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি ও ফ্রান্সসহ ইউরোপের মুসলিম বসবাসকারী প্রায় সব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য মহা আনন্দের দিন এটি। ঈদ উপলক্ষে অভারভিলা বাংলাদেশি জাতীয় মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারসহ বেশ কয়েকটি স্থানে সকাল সোয়া সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্যে বিশেষ দোয়া করা হয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here