গাজীপুরের শ্রীপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে এক শিশুর লাশ মিলেছে গজারি বনে। এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বুধবার বেলা ১২টায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর আলী এ তথ্য জানান।
নিহত শিশু মো: মেহেদী হাসান মাহিম (৯) টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেড়িবাইদ গ্রামের মো: আমিনুল ইসলামের ছেলে। আমিনুল ইসলাম পরিবার নিয়ে শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন। গ্রেফতার মো: রনি মিয়া (২৮) জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা গ্রামের আ: সাত্তারের ছেলে। সে একজন পেশাদার চোর ও অপহরণকারী। তার বিরুদ্ধে আগেও শ্রীপুর থানার মামলা রয়েছে।