ঈদযাত্রা: আজও ট্রেনের টিকিট বিক্রি করছে রেলওয়ে

0

মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল)। তাই বুধবার (১০ এপ্রিল) ও শুক্রবারের (১২ এপ্রিল) ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে সাতদিনের অগ্রিম টিকিটে যাত্রা শুরু করে ঘরে ফেরা মানুষ। এসব দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে মার্চের ২৪ থেকে পর্যায়ক্রমে ৩০ মার্চ পর্যন্ত। আবার ১৩ এপ্রিল থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু হবে। ৩ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়েছে।

রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৬৭টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পৌঁছে দিয়েছে। আর প্রায় ২ লাখ লোক প্রতিদিন ঢাকা ছেড়েছে ট্রেনে করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here