কিশোরগঞ্জের কটিয়াদীতে দাঁড়িয়ে থাকা বাসে পিকআপ ও ভটভটির ধাক্কায় আলম মিয়া (২৭) নামে এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৯ এপ্রিল) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে। নিহত আলম মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প যশোদল গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।