বিডি হাব সিডনির উদ্যোগে চাঁদ রাত মেলা

0

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি ৭ এপ্রিল (রবিবার) মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বৃহৎ বেয়ন্ড ফান চাঁদ রাত মেলার আয়োজন করে। এই চাঁদ রাত মেলাকে ঘিরে সিডনি প্রবাসী বাংলদেশিদের মধ্যে ছিল বিপুল আগ্রহ। 

চাঁদ রাত মেলা শুরু হয় বেলা ১১টায়। ইফতারের পর সাকিনা আক্তারের সাবলীল সঞ্চালনায় নুতন প্রজন্মের তাহমিদ রহমান পবিত্র কোরআন তিলাওয়াত ও আল ফয়সাল কলেজের শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের শুভেচ্ছা বক্তব্যের পর তিনি মঞ্চে বিডি হাব সিডনির সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। 

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নাইম আবদুল্লাহ, আবু রেজা আরেফিন, রতন কুন্ডু ও আকিদুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা স্পন্সরদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন নাজমুল হাসান, জাহাঙ্গীর আলম, শাজ রহমান, সোহেল খান, হোসেন কবীর, এম এ আহসানুল হাসান হাদী, মো. মেরাজুর রহমান, মোহাম্মদ রহমান, ড্যানিয়েল, নাজ দেমাসি, ক্রিস্টাল রায়ান, কামরুল আলম অপু, মোজাম্মেল হোসেন, সামিয়া ইসলাম, সৃভালী বন্দী। 
 
সংগীত পরিবেশন করেন ফারিয়া নাজিম, মৌমিতা চৌধুরী, নিলুফার ইয়াসমিন, মুর্শিদা রিমা, রাসেল ইসলাম, সমীর রোজারিও প্রমুখ। এই চাঁদ রাত মেলায় ছিল ১০০টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল ও ফুড ট্রাক। বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিংসহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। 

সন্ধ্যার পরে মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। মেলায় কোন প্রবেশ মূল্য না থাকায় ঈদের এই আয়োজনে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনাকাটা করতে পেরেছেন বলে জানান। পাশাপাশি মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিং, আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা চাঁদ রাত মেলায় ভিন্ন মাত্রা যোগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here