চীনের আমন্ত্রণে বৃহস্পতিবার বেইজিংয়ে ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

0

আগামীকাল বৃহস্পতিবার চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। 

বুধবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

গত রবিবার সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীগণ টেলিফোনে আলাপ করেন এবং দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেন। বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরের পর বিগত ৩ সপ্তায় অন্তত তিন দফা টেলিফোন সংলাপ করেন তারা।

কয়েক মাস ধরে আলোচনার পর ইরান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করার ব্যাপারে সম্মত হয়। সেইসঙ্গে দু’দেশের দূতাবাস পুনরায় চালু করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে গত ১১ মার্চে চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ বছর পর দেশ দু’টি নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালু করতে সম্মত হয়েছে।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here