খুলনায় ঈদ জামাতের প্রস্তুতি

0

ঈদ জামাতের জন্য খুলনার ঈদগাহ ও মসজিদগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নগরীর প্রধান ঈদগাহ ময়দান সার্কিট হাউস মাঠে বিশাল প্যান্ডেল টাঙিয়ে প্রস্তুত করা হচ্ছে। মাঠে পানি ছিটিয়ে রোলার দিয়ে মাঠ সমান করা হচ্ছে। কার্পেট বিছিয়ে নামাজের ব্যবস্থা করা হচ্ছে। 

এদিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা প্রশাসনসহ কেসিসি’র কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে নগরীর ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here