জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেছেন, ‘আপনাদের (চলচ্চিত্র শিল্পী) কাছে অনুরোধ একবার নির্বাচিত করেন। চারটি নয়, আরো বেশি সিনেমা করবো। বিগত দিনে পাঁচটি করেছি। সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটি মুক্তি পাবে। ছয়টি সিনেমা রেডি করা। নির্বাচনের পর শুরু করব। বিগ বাজেট কত প্রকার কি কি উধাহরণ সহকারে করে দেখাবো। বড় কিছু চিন্তা করেছি। শুধু সিনেমা নয় ৬টি সিনেপ্লেক্সও করবো মানিকগঞ্জ ও সাভারে।’
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সোমবার চলচ্চিত্রের ১৮ সংগঠনের সঙ্গে এক ইফতার মাহফিলের আয়োজন করেন মিশা-ডিপজল পরিষদ। এই ইফতার মাহফিলের পর এক আলোচনা সভায় চলচ্চিত্র নির্মাণ নিয়ে নতুন এ ঘোষণা দিয়েছেন ডিপজল। তিনি আরও বলেন, ‘ডিপজল, নির্বাচন করার ইচ্ছে ছিল না। পাওয়ার জন্য না, দেওয়ার জন্য। কিছু লোক ফিল্মটা ধ্বংস করতেছে। আমি ভেবেছিলাম রুখে দাঁড়াবেন। অবশ্যই রুখে দাড়াবেন। পুরো কমিটির জন্য ভোট চাই। গতবার কাজ করতে পারিনি। বিতর্কের জন্য যেতে পারিনি। কেউ পায়ের উপর পা দিয়ে বসে তাহলে সেই পরিবেশ ভালো লাগে না।’
এসময় আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, জনপ্রিয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও মিশা সওদাগরসহ আরও অনেকে। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।