ভাঙছে ধানুশ-রজনীকান্ত কন্যার ঘর?

0

ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন দক্ষিণি চলচ্চিত্র তারকা ধানুশ ও রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত। 

দুই বছর আগেই এই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। এরপর থেকেই তারা আলাদা থাকছিলেন।

২০২২ সালে ধানুশ প্রথম তৎকালীন টুইটারে  (বর্তমান এক্স) জানিয়েছিলেন ‘১৮ বছর ধরে আমরা একসঙ্গে পথ চলেছি। বন্ধু হিসেবে, মা-বাবা হিসেবে, এ ছাড়া আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি।… আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি, যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচ্ছেদে যাচ্ছি।’

পরবর্তী ঐশ্বরিয়াও একই বার্তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি সে সময় লেখেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি।’ 

২০০৪ সালে তাঁরা মাত্র ২১ ও ২৪ বছর বয়সে বিয়ে করেছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। ইয়াত্রা ও লিঙ্গা নামের দুই পুত্রের জন্ম যথাক্রমে ২০০৬ ও ২০১০ সালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here