সম্প্রতি শেষ হওয়া দুই টেস্টে বাংলাদেশকে রীতিমতো ভুগিয়েছিলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা হওয়া শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান এবার পেয়েছেন আইসিসির স্বীকৃতি। মার্চ মাসের আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার আইসিসির ওয়েবসাইটে মার্চ মাসের আইসিসির সেরা খেলোয়াড় হিসেবে কামিন্দুর নাম ঘোষণা করা হয়।
মার্চ মাসের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেললেও রানের দেখা পাননি কামিন্দু। তবে সিলেট টেস্টে প্রথম ব্যাটার হিসেবে সাত নম্বরে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার। দুটোই ছিল চাপের মুখে থেকে। প্রথম ইনিংসে ১০২ রান করার পর দ্বিতীয় ইনিংসে উপহার দেন ১৬৪ রান।
এদিকে, মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই।