ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

0

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। একাধিক যাত্রীদের সূত্রে জানা যায়, উপজেলা চন্দ্রা এলাকায় সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। গণপরিবহনে বেশি ভাড়া থাকায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। এই বিষয়ে প্রশাসনে কোন পদক্ষেপ নিচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা।

শফিকুল ইসলাম নামে এক যাত্রী জানান, সিরাজগঞ্জ যাবো গাড়িতে এখন ভাড়া চাচ্ছে ১২০০ টাকা কিভাবে বাড়ি পৌঁছাবো বুঝতে পারছি না।
গাইবান্ধা গামী সুমি আক্তার জানান, সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি গাড়ি পাচ্ছি না। যে সব গাড়ি পাচ্ছি তাও আবার ভাড়া দ্বিগুণ গুনতে হচ্ছে ।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, গণপরিবাহনে অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here