বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি যেমন সাবেক ক্রিকেটার হিসেবে বেশ আলোচিত, তেমন ঘরোয়া কোচিংয়েও তার সুখ্যাতি আছে। তবে সাম্প্রতিক সময়ে কয়েক দফায় জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পাওয়া সুজন বারবার আলোচনায় আসছেন নানা বিষয়ে বিসিবির সমালোচনা করে।
এবার তিনি জানালে, আর কখনো জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে তার নেই। তার অভিযোগ, দলে তাকে যথেষ্ট সম্মান দেয়া হয় না। তাই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তার অনুরোধ, টি টোয়েন্টি বিশ্বকাপে যেনো তাকে টিম ডিরেক্টর করা না হয়।
সুজন আরও বলেন, ‘হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা আমার কাছে কোন মূল্য রাখে না। আমার বাংলাদেশে অনেক সম্মান আছে, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে। তাই আমি কোনোভাবেই আমার সম্মান হারাতে চাই না।’