উচ্ছ্বসিত জায়েদ খান

0

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক জায়েদ খান অভিনীত ছবি ‘সোনার চর’। পঁচাত্তর পরবর্তী সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর ঈদে মুক্তি পাচ্ছে আলোচিত এই নায়কের সিনেমা।

ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান বলেন, মুক্তির আগেই ‘সোনার চর’ নিয়ে ভালো রেসপন্স পাচ্ছি। ঈদের দিন থেকে যমুনা ব্লকবাস্টারে প্রদর্শন হবে সোনার চর। সেখানে ব্যানারের মাধ্যমে প্রচারণা চলছে। বাকি সিনেমা হলের লিস্ট দ্রুতই জানানো হবে।

এদিকে, ছবির নির্মাতা জাহিদ হাসানের ভাষায়, এবারের ঈদের ‘একমাত্র রাজনৈতিক সিনেমা’ সোনার চর। এই সিনেমায় গ্রামীণ মানুষের জীবনের গল্প, চর দখল, লাঠিয়াল দৃশ্য ও পঁচাত্তর পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সিনেমাটি দেখলে আগের দিনের সিনেমার কথা মনে পড়বে দর্শকের। এটি মৌলিক গল্পের সুন্দর একটি সিনেমা, দর্শকরা নিরাশ হবেন না।

উল্লেখ্য, সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন নবাগতা স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here