কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত

0

ইফতার পার্টির আয়োজন করেছে কলকাতার ইন্দো বাংলা প্রেসক্লাব। রবিবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের ধারে অবস্থিত অভিজাত স্প্রিং ক্লাবে এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। 

‘বাংলার সম্প্রীতি বজায় থাক বাঙালির হাত ধরে’ শিরোনামে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শিক্ষাবিদ পবিত্র সরকার, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, মিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, মিশনের কনস্যুলার (কাউন্সেলর) আলমাস হোসেন, কলকাতার বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, সংগীতশিল্পী সৈকত মিত্র, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বেসরকারি হাসপাতাল (এএমআরআই) সিইও রূপক বড়ুয়া, ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী, ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনিয়ে অন্যতম সদস্য মনোতোষ সরকার, ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ কুমার সাহা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী, রন্ধন বিশেষজ্ঞ নয়না আফরোজ প্রমুখ। 

এদিনের ইফতারের আয়োজন ছিল কলকাতার আদলে। খেজুর, তরমুজ, ভাঙ্গি, আঙ্গুর, মুড়ি, বোদে, পিয়াঁজু, আলুর চপ, বেগুনি। এরপর ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, মাছ, পাঠার মাংস, মিষ্টি ও বিভিন্ন ধরনের ফলের জুস।

মূলত কলকাতার বিভিন্ন প্রেসক্লাব অন্যান্য অনুষ্ঠান করলেও ইফতারের আয়োজন করে না। ফলে ইন্দো বাংলা প্রেস ক্লাবের ইফতারে আগ্রহ ছিল সমাজের সকলস্তরের মানুষের। গতবার ছোট পরিসরে করলেও মানুষের উপস্থিতি বিপুল সাড়া ফেলেছিল। আর তাতেই এবছর বড় পরিসরে এই ইফতার পার্টির আয়োজন করে বাংলাদেশ গণমাধ্যমের ভারতীয় প্রতিনিধিদের সংগঠন ইন্দো বাংলা প্রেস ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here