ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে বাবর আজম সরে যাওয়ায় শাহীন আফ্রিদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এক সিরিজ ব্যর্থ হতেই আবারও বাবরের দ্বারস্থ হয় তারা। ব্যাপারটা তাড়াহুড়ো হয়ে গেছে বলে মনে করেন পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ।
শনিবার লাহোরে এক ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জাকা আশরাফ। সেখানেই শাহীন আফ্রিদিকে অপসারণের সিদ্ধান্তের সমালোচনা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকা বলেন, ‘শাহীনকে আরও কিছু সময় দেওয়া উচিত ছিল, অন্তত এক বছর, যাতে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার পারফরম্যান্স বিশ্লেষণ করা যেতে পারে।’