বগুড়ায় শাপলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়ার তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
এছাড়াও আগুন নেভাতে ফায়ার সার্ভিসের এক সদস্য গুরুতর আহত হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানের বেশিরভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তারা প্রায় এক ঘণ্টর চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে ১৫ দোকানের মালামাল পুড়ে যায়।
কাপড় ব্যবসায়ী মাসুদ হোসেন জানান, শাপলা মার্কেটে প্রেস, কম্পিউটার, পোশাক ও সেলাই মেশিনের দোকান রয়েছে। মূলত পোশাকের দোকানসহ ১৫টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব দোকানে অর্ধকোটি টাকার উপরে মালামাল ছিল। ঈদের আগে এই আগুনের ঘটনায় ব্যবসায়ীরা পথে বসে যাবে।