জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে রাজপথেই যুবদলের প্রত্যকটি নেতা-কর্মী গণতন্ত্র ফিরিয়ে আনব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে গণতন্ত্র বিদায় করেছে। দেশের দুর্নীতি ও অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে-তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আন্দোলন ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করতে পারলে দেশে গণতন্ত্র মুক্তি পাবে।
এ সময় টুকু আরও বলেন, দেশের সকল মানুষ মনে করছে এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। নিত্যপণ্যের মূল্য ক্রয়সীমার বাইরে চলে গেছে। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন আমার আপনার পেটে ক্ষুধার আগুন জ্বলবে। জনগণের জীবন নরকে পরিণত হয়েছে। সবাই রাস্তায় নেমে আসতে শুরু করেছে। তাই সময়ক্ষেপণ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।
যুবদল সভাপতি বলেন, এ সরকারের কাছ থেকে দেশকে বাঁচাতে হলে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে। কঠোর আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।
এ সময় টুকুর নেতৃত্বে যুবদলের সকল নেতা-কর্মীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত যুবদলের প্রত্যেকটি নেতা-কর্মী রাজপথেই আন্দোলন সংগ্রাম করবে বলে শপথগ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।
কুমিল্লা বিভাগীয় সহ-সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি জাকির সিদ্দিকী প্রমুখ।