রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা নিয়ে মুখ খুললেন গাঙ্গুলি

0

চলতি আইপিএলে কঠিন সময় পার করছে মুম্বাই ইন্ডিয়ান্স। একদিকে টানা তিন ম্যাচে পরাজয় বরণ করেছে, অন্যদিকে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করায় ক্ষেপে আছেন দর্শকরা। সবমিলিয়ে বেশ ঘোলাটে পরিস্থিতিতে পড়েছে আইপিএলের সফলতম দলটি। 

গুজরাটকে টানা দুই আসরে ফাইনালে তোলা হার্দিকও আছেন তোপের মুখে। যা পছন্দ হচ্ছে না ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির, একইসঙ্গে রোহিতকে নিয়েও তিনি কথা বলেছেন।

বিষয়টি নিয়ে সৌরভ গাঙ্গুলি জানান, ‘হার্দিক পান্ডিয়ার উদ্দেশে সমর্থকদের দুয়ো দেওয়া উচিৎ নয়, এটি ঠিক হচ্ছে না। তাকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার তো কোনো দোষ নেই। খেলায় এটা হয়েই থাকে, দায়িত্ব দেওয়া হলে হয়তো ভারত কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজিকে আপনার নেতৃত্ব দিতেই হবে।’

এরপর রোহিতকে নিয়ে সাবেক এই ভারতীয় বোর্ড প্রধান বলেন, ‘রোহিত শর্মা অন্যমানের খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজি এবং ভারত জাতীয় দলের জন্য তার পারফরম্যান্স লেভেলও অন্য মাত্রার। সেটা হোক খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে। তবে এটিও হার্দিকের দোষ নয়, তাকে অধিনায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here