গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ মহাবারুনীর স্নানোৎসব হয়েছে। শনিবার (৬ এপ্রিল) ভোর ৬ টা ২৬ মিনিটে উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুন্যার্থীরা পৌনে দু’শ বছরের ঐতিহ্যবাহী এ স্নানোৎসবে অংশ নেন। স্নানোৎসবকে কেন্দ্র করে ওড়াকান্দিতে ৫ দিনব্যাপী মহাবারুনীর মেলা শুরু হয়েছে।
পুণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম অবির্ভাব তিথি উপলক্ষে শনিবার ভোরে মতুয়া আচার্য সীমা ঠাকুর ও মতুয়া আচার্য পদ্মনাভ ঠাকুর কামনা সাগরে স্নান করে স্নানোৎসবের শুভ সূচনা করেন। এর পর পাঁচ কুড়ির দল স্নানে অংশ নেয়। তার পর থেকে চলতে থাকে স্নানোৎসবের পালা। দিনব্যাপী চলে স্নানোৎসব। রাতে স্নানোৎসব শেষ হয়।