ডিপজলের লিগ্যাল নোটিশ নিয়ে মুখ খুললেন অঞ্জনা

0

ধারের টাকা পরিশোধ না করায় চেক ডিসঅনারের জন্য নায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অঞ্জনা। গণমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করে অঞ্জনা বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া নেই। আমি বলব এটি শুধুই ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়। আসলে ডিপজল ভাই না, তার লোকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা কোনো ইস্যু না। ডিপজল ভাই তো আমাদেরই ভাই।’

জানা গেছে, গত বছর ডিপজলের থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন অঞ্জনা। ছয় মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও দিচ্ছিলেন না। ডিপজল টাকা ফেরত চাইলে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অভিনেতাকে ব্যাংকের একটি চেক দেন অঞ্জনা। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়। এ কারণেই গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান ডিপজল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here