গরিব-দুঃখীদের মাঝে পুনাকের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত

0

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকালে রাজধানীর রমনাস্থ কেন্দ্রীয় পুনাক কার্যালয়ের সামনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, পুনাকের উদ্যোগে প্রতি বছর রমজানে গরিব-দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এবারও রমজানে সারা মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলছে। পুনাক সদস্যাদের অর্থায়নে এ ইফতার বিতরণ করা হচ্ছে। এছাড়া চাঁদ রাতে গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

পুনাকের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন মাদ্রাসায়ও ইফতার বিতরণ করা হচ্ছে। রমজানের শেষ দিন পর্যন্ত ইফতার বিতরণ কার্যক্রম চলবে। উল্লেখ্য, পুলিশ পরিবারের নারীদের সংগঠন পুনাক নিজস্ব গণ্ডির বাইরে বেরিয়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে। পুনাকের এ মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here