মেসির চোট ইস্যুতে সুখবর দিলো মায়ামি

0

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে লিওনেল মেসি প্রায় এক মাস মাঠের বাইরে আছেন। তবে আপাতত তার আর কোনো ব্যথা কিংবা অস্বস্তি নেই বলে জানিয়েছে ইন্টার মায়ামি। ফলে ফ্লোরিডার ক্লাবটির হয়ে আর্জেন্টাইন মহাতারকা শিগগিরই মাঠে নামছেন। আর সেটি হতে পারে ১৭ এপ্রিল, সেদিন কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মন্টেরেরির মুখোমুখি হবে মায়ামি।

অবশ্য মন্টেরেরির বিপক্ষে প্রথম লেগের আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসি। ধারণা করা হচ্ছিল তিনি ম্যাচটি খেলবেন, তবে গ্যালারিতে থাকা এলএমটেনকে দর্শক বানিয়ে ২-১ গোলে হারে মায়ামি। তাই তো চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মেসিকে তারা যেকোনো মূল্যে খেলাতে চায়। মেসি যে সহসা মাঠে ফিরছেন তা সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জানায় মায়ামি। তারা লিখেছে, ‘তিনি ফিরছেন।’

আজকের অনুশীলনের পর মেসির খেলা নিয়ে নিশ্চয়তার কথা জানান মোরালেস, ‘সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। আমরা দেখব আজ সে কেমন বোধ করে, এরপর শনিবারের (বাংলাদেশ সময় রবিবার ভোরে) ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেব। সেই ফিজিওর সঙ্গে এবং মাঠে প্রতিদিন অনুশীলন করছে। কখনো কখনো বিষয়টা নির্ভর করে সে কেমন বোধ করছে তার ওপর। সে অনুশীলন চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও জানান, ‘আমরা দেখব অনুশীলনে সে কেমন বোধ করে। যদি সে ভালো বোধ করে, আমি নিশ্চিত যে টাটা (কোচ জেরার্দো মার্টিনো) তাকে বিবেচনায় নেবে, সেটা যদি ১০, ১৫ বা ৪৫ মিনিটের জন্য হয় তবুও। আমরা তাকে পেতে চাই। তার জন্য আমরা সর্বোচ্চটা করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কালকের ম্যাচের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব, এরপর বুধবার কী হবে দেখা যাবে।’

মেসিকে ছাড়া এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে মায়ামি। ৭ ম্যাচে তিন জয় ও দুই ড্র নিয়ে বর্তমানে এমএলএসের পয়েন্ট টেবিলে তারা দুইয়ে অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here