ইউরোপীয় ইউনিয়নের প্রতি কেবল রুশ ও বেলারুশের ফ্লাইটের জন্যই নয়, এই দু’দেশের যাত্রীদের জন্যও আকাশীসীমা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিগাল।
তিনি বলেছেন, রুশ ব্যবসা এবং পর্যটকদের ইইউ’র আকাশ সহজে ব্যবহার থেকে বিরত রাখাই আমাদের লক্ষ্য।
একই ব্যবস্থা বেলারুশের যাত্রীদের জন্যও করা উচিত বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর ইইউ সকল রুশ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইইউ বেলারুশের ফ্লাইট নিয়েও একই পদক্ষেপ নেয়।
সূত্র : তাস।