কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

0

কুষ্টিয়ার ভেড়ামারায় না‌ফিস আহ‌মেদ তুষার (২৮) না‌মে এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। নিহত তুষার মোকা‌রিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন।

শুক্রবার(০৫ এপ্রিল) রাত স‌া‌ড়ে ১০টার দি‌কে রাজশাহী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে যাওয়ার প‌থে তার মৃ‌ত‌্যু হ‌য়। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে উপ‌জেলার মোকা‌রিমপুর ইউনিয়‌নের গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম ক‌রে।

ভেড়ামারা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের চি‌কিৎসক রেজাউল ক‌রিম ব‌লেন, ধারা‌লো অস্ত্রের আঘা‌তে আহত ওই যুব‌কের দুই পা‌য়ের রগ কে‌টে রক্তক্ষরণ হ‌চ্ছিল। তাছাড়া পি‌ঠে একাধিক গভীর ক্ষ‌তের ‌চিহ্ন ছিল।

জেলা জাসদের সাংগঠ‌নিক সম্পাদক অসিত সিংহ রায় জানান, তুষার ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক। তার বাবাও ইউনিয়ন জাস‌দের সাংগঠ‌নিক সম্পাদক। সুষ্ঠু তদন্তসহ তুষার হত‌্যার প্রতিবাদ জানা‌চ্ছি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জ‌হিরুল ইসলাম ব‌লেন, হত‌্যার সঙ্গে জড়িত‌দের ধর‌তে পু‌লি‌শের অ‌ভিযান অব‌্যাহত রয়ে‌ছে। তাছাড়া এলাকায় অতি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here