এবার চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

0

আগের ম্যাচে গোলবন্যায় ভাসিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে। এবার চট্টগ্রাম আবাহনীকেও কোনো পাত্তা দিল না বসুন্ধরা কিংস। বড় জয়ের স্বাদ নিয়েই ঈদের বিরতিতে যাচ্ছে অস্কার ব্রুজনের দল।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ০-৫ গোলে হারায় কিংস। ম্যাচে জোড়া গোল করেন রাকিব হোসেন। এছাড়া দরিয়েলতন, রবসন রবিনহো ও আসরর গফুরভ করেন একটি করে গোল।

এর সাত মিনিট পরই রবসনের লং পাস থেকে চিপ শটে ব্যবধান বাড়ান রাকিব। প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন গফুরভ। দ্বিতীয়ার্ধেও অবশ্য আক্রমণের সেই ধার ধরে রাখতে পারেনি কিংস। তবে কোনো বিপদও ঘটেনি। ৫৩তম মিনিটে দরিয়েলতনে ক্রসে টোকা মেরে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব।

এ জয়ে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো কিংস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here