ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফরিদপুরে একটি দৈনিক পত্রিকার সম্পাদক প্রবীর শিকদার (৬০) সহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার অপর আসামি যশোদা জীবন দেবনাথ (৫০)।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামীম হোসেন নামের এক ব্যক্তি।
মামলায় উল্লেখ করা হয়, ‘আসামিগণ ইসলাম ধর্ম বিদ্বেষী। তারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টির করে নিজ স্বার্থ হাসিলে সমাজে অশান্তি, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা প্রকার লেখা লিখে থাকেন।