লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দামেস্কে সোমবারের কনস্যুলেটে হামলার জন্য ইরান অনিবার্যভাবে প্রতিশোধ নেবে।
আল-কুদস দিবস উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, ‘নিশ্চিত থাকুন যে, দামেস্কের কনস্যুলেটে হামলা চালানোর জবাবে ইরানের প্রতিক্রিয়া অনিবার্য।’
এদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা জাহেদীসহ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাত সদস্য নিহত হওয়ার ঘটনায় তারা প্রতিশোধ নেবে।