সৌরভ গাঙ্গুলি নয়, কিশোর কুমারের বায়োপিকে দেখা যাবে রণবীরকে

0

কলকাতায় এসে একসঙ্গে দু’টি বোমা ফেললেন রণবীর কাপুর! জানিয়ে দিলেন প্রয়াত অভিনেতা তথা গায়ক, কিশোর কুমারের বায়োপিকে তিনিই নাম ভূমিকায় থাকছেন। তবে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা যাবে না তাকে।

বর্তমানে ‘রকস্টার’ অভিনেতা কলকাতায় এসেছেন তার আসন্ন ছবি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ এর প্রচারের জন্য। আর সেখানেই রবিবার একটি ইভেন্টে তিনি এই দু’জন বিখ্যাত ব্যক্তির বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন।

অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকে বিষয়ে তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নির্মাণ নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজে যুক্ত আছি। আশা করছি, এটাই আমার পরবর্তী বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে, সে বিষয়ে কিছু শুনিনি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here