হবিগঞ্জ আইনজীবী সমিতিতে মনসুর সভাপতি, বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত

0

উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে টানা ২য় বারসহ ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন নারী শিশু কোর্টের স্পেশাল পিপি বর্তমান সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরী। তিনি পেয়েছেন ১৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সামছুল হক পেয়েছেন ১৫৯, আব্দুল হান্নান চৌধুরী ১০৭, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ৮৯ ভোট। 

আর সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল। তিনি পেয়েছেন ৩২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ২২৩ ভোট। সহ-সভাপতি পদে আতাউর রহমান রুমি ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেওয়ানী শাখার সৈয়দ কামরুল ইসলাম ৩৩৮ ভোট ও ফৌজদারী শাখার মিজানুর রহমান ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here