নির্ধারিত সময়ে জয় প্রায় নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের, তবে যোগ করা সময়ে খেলার মোড় পাল্টে দিল চেলসি। নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্যভাবে তারা খেলায় ফেরে জয় তুলে নিয়েছে।
চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৯০+৯ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এরপর অন্তিম মুহূর্তে পর পর মিনিটে দুই গোল হজম করে ৩-৪ ব্যবধানে ম্যাচ হেরে যায় রেড ডেভিলসরা।
এদিন ঘরের মাঠে ২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। চতুর্থ মিনিটে তাদের কনোর গালাগহার গোল করে এগিয়ে নেন দলকে। ১৯ মিনিটের মাথায় কোল পালমারের পেনাল্টি থেকে পাওয়া গোলে চেলসির ব্যবধান বেড়ে হয় ২-০। ৩৪ মিনিটে ব্যবধান কমায় ম্যানইউ। এ সময় আলেজান্দ্রো গার্নাচো গোল করেন।
৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ফেরে সমতা। এ সময় দিয়েগো দালতের ক্রস থেকে হেডে গোল করেন ব্রুনো। তাতে ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।
বিরতির পর ৬৭ মিনিটে এগিয়ে যায় রেড ডেভিলসরা। এ সময় অ্যান্থনির ক্রসে হেড দিয়ে গোল করেন গার্নাচো। এই গোলে তারা এগিয়ে থাকে ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত। কিন্তু অবিশ্বাস্যভাবে ৯০+১০ ও ৯০+১১ মিনিটে দুই-দুটি গোল হজম করে হার মানে ম্যানইউ। দুটি গোলই করেন কোল পালমার। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয় তার।