কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ছুরিকাঘাত করে রুবেল(২০) নামে এক ইজিবাইক (টমটম) চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
শুক্রবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ শেষে খবর পাই মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের উপর এক ইজিবাইক (টমটম) চালকের মরদেহ রাস্তায় পড়ে রয়েছে।এ মন সংবাদ পেয়ে থানা পুলিশকে সাথে সাথে জানিয়ে ছিলাম। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম এসেছে। আমি নিজেও ঘটনাস্থল গিয়ে দেখেছি। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ ওসমান গনি বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।