জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের নিয়োগের আদেশ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার নিয়োগের প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টা পরই রাতে আরেকটি আদেশে নিয়োগ স্থগিতের তথ্য জানানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ড. মোহাম্মদ মিজানুর রহমানকে প্রো-ভিসি হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়। পরে রাতে একই দপ্তরের আরেক প্রজ্ঞাপনে এই নিয়োগ স্থগিত করা হয়। তবে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।