হিমাচল প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

0

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা শহরে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে শহরটিতে ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূমিকম্প সেন্টার এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, স্থানীয় সময় রাত ৯টা ৩৪ মিনিটে এ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এসময় মানালি শহরেও কম্পন অনুভূত হয়। চাম্বা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে এর অবস্থান। একইসঙ্গে চণ্ডীগড় এবং পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশসহ উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here