এফ আলী ফাউন্ডেশনের ইফতার মাহফিলে সম্প্রীতির জয়গান

0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সাউথ ব্রঙ্কসে ওরায়ন মিলনায়তনে এফ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও প্রবাসে আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংস্থার সভাপতি শাহজাহান শেখের সভাপতিত্বে গত ৩০ মার্চ এই আয়োজন করা হয়।

ইফতার-পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে নিউইয়র্ক স্টেট গভর্নরের প্রতিনিধি (ব্রঙ্কস ডিরেক্টর) ফিডেল মিলেনা জানান যে, গভর্নর এই সিটির জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমানাধিকার নিশ্চিতে অঙ্গিকারাবদ্ধ। এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে সকলের সম্মীলন ঘটানোর ওপর গুরুত্বারোপও করেন। তাহলেই সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে বলে গভর্নর মনে করেন।

হিসপ্যানিক কম্যুনিটির লিডার আয়ুআরি মঙ্গেল জাতিগত বৈষম্য দূরে ঠেলে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ব্রঙ্কস প্রতিষ্ঠার আহবান জানান। মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন কম্যুনিটি লিডার গিয়াসউদ্দিন, আতিকুর রহমান ফারুক, নূরনবী, আবুল কালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষাবিদ আবু ইসা বকর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here