বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৭

0

বগুড়ার আদমদীঘিতে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন ব্রিজ ও হাউজিং কলোনির জীবন কুমারের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি থানায় সংবাদ ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার দুপচাঁচিয়ার মন্ডলপাড়ার কইল গ্রামের আজিজুল সাকিদারের ছেলে মেহেদি হাসান আকাশ (২০), গোলামের ছেলে শাহিনুর রহমান শাহিন (২৫), সঞ্জয় পুর গ্রামের ছানোয়ার প্রামাণিকের ছেলে শাকিল শান্ত (২৪), কাহালুর বড় ভাদাহার গ্রামের মৃত রহেদের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া (৩২), সান্তাহার পৌর শহরের সাঁতাহার প্রবাসীপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম জয় (২৪), ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের তাইফুল ইসলাম টুকুলের ছেলে হৃদয় হোসেন (২৪) ও একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইসতিয়াক আহম্মেদ সিহাব (২৪)। তাদের কাছে থেকে তিনটি হাতুড়ি, একটি হাসুয়া, দুইটি চাকু, একটি খুর, রশি, ব্যাগ, চারটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়।

নাজরান রউফ আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের নেতৃত্বদাতা ছাতিয়ান গ্রামের পলাতক আসামি রাজু পালোয়ানকেও দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী, ওসি (তদন্ত) ময়েন উদ্দীন, এসআই তারেক হোসেন, নাজমুল হক মৃধা, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার ও এসআই বকুল হোসেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here