প্রায় পাঁচ ঘণ্টা পর খুলনার রূপসার সালাম জুটমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মালিক পক্ষের দাবি, আগুনে ১৩০০ টন কাঁচা পাট, ৭৫০ টন পাটের সুতা ও মেশিনারিজসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২৫ কোটি টাকা।
সালাম জুটমিলের চেয়ারম্যান এম এম এ সালাম জানান, ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
তবে ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব ও মিলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।