আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জামালপুর সদর উপজেলার সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দ।
জামালপুর রিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সৈয়দ আশরাফ তরফদার, জিএস মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।