বগুড়ায় একটি হোটেল ও ৪টি দোকানে আগুন লেগে মালামাল ভস্মীভূত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। সেখানে প্রথমে আব্দুল মজিদের খাবার হোটেলে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এরপর সেই আগুন মাহবুব, আফজাল, ছালমা ও আব্দুল বারীর ফল ও মুদির ৪টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত সেখানে পোঁছে আগুন নিভিয়ে ফেলে। আগুনে হোটেল ও দোকানগুলোর মালামাল পুড়ে যায়।