ছুরিকাঘাতে যুবকের আত্মহত্যার চেষ্টা

0

চাঁদপুর সদর মডেল থানার ভিতরে পুলিশের সামনেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সুজন গাজী নামের এক যুবক। মঙ্গলবার রাতে থানার ২য় তলার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। পরে আহত সুজন গাজীকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে, সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সুজন গাজী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

জানা গেছে, গত ১ এপ্রিল শহরের পুরাণবাজার রঘুনাথপুর এলাকার মিজান গাজী নামের এক ব্যক্তি তার স্কুল পড়ুয়া মেয়ে হারিয়ে গেছে বলে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।
 
মঙ্গলবার ওই স্কুলছাত্রীকে শহরের বিষ্ণুদী এলাকায় সুজন গাজীর বাসা থেকে উদ্ধার করা হয় এবং সুজন গাজীর মাকে থানায় নিয়ে আসা হয়। রাত ৯টায় যুবক সুজন গাজী থানায় আসলে এস আই আব্দুল আলিম তাকে শারীরিক ও মানসিকভাবে চাপ প্রয়োগ করে। এক পর্যায় সুজন গাজী তার প্যান্টের পকেটে থাকা ছুরি বের করে পেটে ডুকিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়।

চাঁদপুর মডেল থানার ওসি মো: মহসীন আলম জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here